স্বামী-সন্তানের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় জড়িত দ্বিতীয় আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশের একটি দল। সোমবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের আবুল কাশেমের ছেলে এবং আলোচিত ধর্ষণ ঘটনার মূলহোতা আশিকের সহযোগী। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
এই ঘটনায় গতকাল পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ ও র্যাব। মামলায় আশিক ছাড়া গ্রেফতার অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর কারাগারে থাকা আশিককে রোববার গ্রেফতার দেখিয়ে সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) এর শুনানি হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক