বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডসহ প্রধান প্রধান সড়ক প্রায় ২ ঘণ্টা অচল রেখে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। এসময় নগরীর প্রধান প্রধান সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীরা।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর সদর রোডের হিরন স্কয়ারে কেক কাটা হয়। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
মঙ্গলবার সকাল ৯টায় সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা মুসলিম গোরস্থানে শহীদ জননী মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ’র কবর জিয়ারত করেন।
এরপরই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালিতে অংশ নিতে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডে ভিড় করে। সকাল সাড়ে ১০টার পর ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড়ে ওই সব সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পায়ে হাঁটা স্কুল-কলেজের ছাত্রীরা পথ চলতে সমস্যার মুখোমুখি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
বেলা সাড়ে ১১টার দিকে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু হয়। জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে সোহেল চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি সদর রোড, স্বরোড, বাজার রোড, চকবাজার, ফজললু হক অ্যাভিনিউ হয়ে ফের সোহেল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় নগরীতে।
বিডি প্রতিদিন/এমআই