সিদ্ধিরগঞ্জের দশ ওয়ার্ডের ৮০ কাউন্সিলর প্রার্থীর ২৫ জনই অক্ষরজ্ঞান সম্পন্ন ও স্বশিক্ষিত। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন একজন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন ৪ জন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন ১৪ জন। মাধ্যমিক ৫ জন, উচ্চমাধ্যমিক পাশ করেছেন ১৫ জন। ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছেন ১ জন। গ্র্যাজুয়েশন করেছেন মাত্র ১৫ জন প্রার্থী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে দশ ওয়ার্ডের অবস্থান সিদ্ধিরগঞ্জে। এ দশটি ওয়ার্ডে সর্বমোট কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৮০ জন। এর মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৬৪ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন ১৬ জন। এসব প্রার্থী তাদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা থেকে পাওয়া গেছে এ তথ্য।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৭ জন। এদের মধ্যে ৮ম শ্রেণি পাশ হলেন বর্তমান কাউন্সিলর হাজি মো. ওমর ফারুক ও জাহিদুল ইসলাম। আব্দুর রহিম ও আনোয়ার ইসলাম অক্ষরজ্ঞান সম্পন্ন। মাহমুদুর রহমান বিএসএস, মাহবুব আলম বিবিএ (অনার্স) ও হাজি আব্দুল মালেক বিএ পাশ। ২নং ওয়ার্ডের প্রার্থী ৮ জন। এদের মধ্যে সামছুল আলম বিএসসি ইঞ্জিনিয়ার। এইচএসসি পাশ বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন ও শফিকুল ইসলাম। কামাল হোসেন আলিম পাশ। ৮ম শ্রেণি পাশ হলেন আমিনুল হক ভূইয়া রাজু। স্বাক্ষরজ্ঞান সম্পন্ন সোহরাব হোসেন। স্বশিক্ষিত ইসমাইল হোসেন ও সুলতান গিয়াস উদ্দিন।
৩নং ওয়ার্ডের ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর শাহজালাল বাদল এসএসসি পাশ। এ আর ফররুখ আহমাদ এমফিল পাশ। তোফায়েল হোসেন, আলমগীর, ইরান ও চাঁদনী আক্তার জৌতি স্বশিক্ষিত। ৪নং ওয়ার্ডের ৪ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান এইচএসসি পাশ। ৮ম শ্রেণি পাশ হলেন নজরুল ইসলাম। নূর উদ্দিন মিয়া ও বিল্লাল হোসেন স্বশিক্ষিত। ৫নং ওয়ার্ডের ৫ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরীল ও ইসমাইল হোসেন স্বশিক্ষিত। জাহাঙ্গীর আলম বিএ পাশ।
কুতুব উদ্দিন দাখিল পাশ। ৮ম শ্রেণি পাস আনিসুর রহমান। ৬নং ওয়ার্ডের ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি, সিরাজুল ইসলাম মন্ডল ও মজিবুর রহমান মন্ডল স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। আল মামুনুর রশিদ ডিপ্লোমা প্রকৌশলী ও মিজানুর রহমান বিএ পাশ ও রোকেয়া রহমান উচ্চমাধ্যমিক পাশ। ৭নং ওয়ার্ডের ১২ প্রার্থীর মধ্যে আলাউদ্দিন ভূইয়া বিএসসি পাশ। বিএসসি ইঞ্জিনিয়ার হলেন সানোয়ার হোসেন। এইচএসসি পাশ মিজানুর রহমান খান, শফিকুর রহমান ও ফজলুল হক জুয়েল।
মেহেদী হাসান এসএসসি পাশ। সালাহউদ্দিন ৮ম শ্রেণি পাস। ৫ম শ্রেণি পাশ হলেন তৌহিদ কবির ও তানজীম কবির সজীব। নুরুল আমিন দুলাল ও সবুজ শেখ স্বশিক্ষিত। ৮নং ওয়ার্ডের ৮ প্রার্থীর মধ্যে শুধু সোহেল রানা স্নাতক পাশ। বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) তারক নাথ সাহা। বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও দেলোয়ার হোসেন খোকন এইচএসসি পাস করেছেন। সালাহউদ্দিন আহম্মেদ অক্ষরজ্ঞান সম্পন্ন।
স্বশিক্ষিত মহসিন ভূইয়া ও সাগর প্রধান। মেহেবুব হাসান ফারুকী এলএলবি। ৯নং ওয়ার্ডের ৫ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান ও বিল্লাল হোসেন ৮ম শ্রেণি পাশ। এইচএসসি পাশ মাসুদুর রহমান ও রোকশত আলী। রোকশত আলী ৪র্থ শ্রেণি পাশ। ১০ নং ওয়ার্ডের ৩ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর ইফতেখার আলম খোকন ৮ম শ্রেণি পাশ।
সিরাজ খান বিএসএস (ডিগ্রি) পাশ। মোহাম্মদ লিয়াকত আলী এসএসসি পাশ। সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ (১, ২ ও ৩ নং ওয়ার্ড) এর ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর, জিয়াসমিন আক্তার যুথী ও নাজমা বেগম ৮ম শ্রেণি পাশ। চম্পা ভূইযা এইচএসসি পাশ। আসুরা বেগম ৫ম শ্রেণি পাস। শামীম আরা লাভলী স্বশিক্ষিত।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) এর ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম এসএসসি পাশ। জান্নাতুল ফেরদৌস নীলা ও সুমি বেগম ৮ম শ্রেণি পাশ। ৫ম শ্রেণি পাশ ডলি আক্তার। সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩ (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) এর ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বিএসএস পাশ। শারমীন শাকিল মেঘলা ও তাসনুভা নওরীন ইসলাম এসএসসি পাশ। ৯ম শ্রেণি পাশ রেহানা পারভীন। স্বশিক্ষিত মিতু রহমান ও জাহানারা হাকিম।
বিডি-প্রতিদিন/সিফাত