রাজশাহীর তিন উপজেলায় পঞ্চম ধাপে ১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। উপজেলা তিনটি হলো বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুর। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ইউনিয়নের কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি, পুঠিয়ার দুইটি ও দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন।
১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০ জন ও সাধারণ সদস্য পদে ৬৬৯ জন প্রার্থী রয়েছেন।১৯ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৫৪৭জন আর
ভোট কেন্দ্র ১৮৬টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৮৮টি।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত