৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে বরিশালে কালো পতাকা প্রদর্শন করে একই সময়ে একই স্থানে পৃথক ৩টি মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র ব্যানারে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় এবং অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আজ বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পিন্টুসহ অন্যান্যরা।
একই সময়ে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে দক্ষিণ জেলা বিএনপি (দক্ষিণ)। সংগঠনের আহ্বায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন মেবুল এবং সাবেক এমপি আবুল হোসেন খানসহ অন্যান্যরা।
অপরদিকে দলীয় কার্যালয়ের পাশে একই দাবিতে একই সময়ে মানববন্ধন করে জেলা বিএনপি (উত্তর)। সংগঠনের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পৃথক মানববন্ধনে বক্তারা বলেন, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্র অবমুক্ত না হওয়া পর্যন্ত বিএনপি’র এই আন্দোলন চলবে। বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিএনপি’র পৃথক কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর