রংপুর র্যাব অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব ১৩- এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তির নাম মো. রাফিউজ্জামান রাখু (২৬)। তিনি মো. সোহেল মিয়ার ছেলে।
র্যাব জানায়, পীরগঞ্জ থানা ওসির এক অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাফিউজ্জামান রাখু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে হত্যার উদ্দেশ্যে আঘাত, গুরুতর জখম, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকিসহ ত্রাসের সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
অভিযোগটি আমলে নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় র্যাব-১৩, রংপুর, সিপিএসসি, শাপলা চত্বর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পলাতক আসামি মো. রাফিউজ্জামান রাখুকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি বিভিন্ন ব্যক্তিকে মারধর-ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই