রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টিতে বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের দুইজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ২২ বছর ও অপরজনের বয়স ৩০ বছর।
জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে উদ্ধার কর্মীরা গিয়ে ২ জনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। মরদেহ দুইটি পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম। তিনি বলেন, গুলিস্তানে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসআই রাজিবসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত