নারায়ণগঞ্জ সিটি করেপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল) কোহিনুর আক্তার। শুক্রবার (০৭ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে নেমে তিনি এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার বলেন, ২নং ওয়ার্ডের মিজমিজি এলাকায় রাত ৮টার পর প্রার্থীদের পক্ষে একাধিক মাইক ব্যবহার, অনুমোদনহীন ক্যাম্প পরিচালনা ও মিছিল সমাবেশ করতে দেখা যায়। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ অপরাধে নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করেপোরেশন নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্ত নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত