গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্রাইমসিন ইউনিট, র্যাব ও পুলিশ গিয়ে ঝোপঝাড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
নিহত আব্দুর বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
স্বজনরা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারি গত ৩ জানুয়ারি বাসা থেকে খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে জিএমপি’র সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী পারভীন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, ২০১৫ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান আব্দুল বারি। এর চার বছর পর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-৩ সুপারভাইজার হিসেবে যোগদান করেন তিনি। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        