বরিশাল নদী বন্দরে যাত্রী ও সাংবাদিক নির্যাতনের দায়ে অভিযুক্ত এমভি সুরভী-৯ লঞ্চের ইঞ্জিন ত্রুটিমুক্ত না করা পর্যন্ত এর যাত্রা বাতিল করেছে বিআইডব্লিউটিএ। রবিবার বিকালে কেন্দ্রীয় বিআইডব্লিউটিএ’র নির্দেশে ওই লঞ্চের যাত্রা বাতিল করা হয়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল আসার পথে ওই লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপে বাষ্পীয় ধোয়া দেখে যাত্রীদের মাঝে আগুন আতঙ্কের সৃষ্টি হয়। লঞ্চটি পথিমধ্যে মেঘনার মোহনপুরে নোঙ্গর করতে বাধ্য করে কোস্টগার্ড। রবিবার ভোরে লঞ্চটি স্থানীয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পরখ করার পর বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।
আজ সকাল ১০টায় লঞ্চটি বরিশাল নদী বন্দরে পৌঁছার পর বেশ কয়েকজন যাত্রীকে মারধর করে লঞ্চের শ্রমিকরা। এ ঘটনার ছবি তুলতে গেলে দুইজন সাংবাদিককেও মারধর করে তারা। বরিশাল নদী বন্দর কর্মকর্তার সামনেই ঘটেছে এই ঘটনা।
এ ঘটনায় বিকালে আহত সাংবাদিক রুহুল আমিন এবং দেওয়ান মোহন কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে লঞ্চের ইঞ্জিন ত্রুটিমুক্ত না করা পর্যন্ত ওই লঞ্চের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আবু জাফর