ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জলশিন এলাকায় কয়েকটি ইটভাটার অধিকাংশই গুঁড়িয়ে দেওয়াসহ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম তামজীদ আহমেদ। ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদারসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অভিযানে সহায়তা করছেন।
জহিরুল ইসলাম তালুকদার বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে ধামরাইয়ে এই বছর দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হলো। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই