সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে র্যাব ১। রবিবার উত্তরা র্যাব-১ এর প্রধান কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জনগণের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। তিনি কর্ম ব্যস্ততার মধ্যেও যানজট ফেলে উত্তরার এই ইফতার মাহফিলে আসা সাংবাদিকদের ধন্যবাদ জানান। এতে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক