মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় গৃহহীনদের মুখে হাসি, আনন্দ। জাতির জনকের স্বপ্ন আর প্রধানমন্ত্রীর নির্দেশেই দুস্থদের পাকা ঘর তৈরি করে দিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীন পরিবারের জন্য ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। পরে সারাদেশের জেলার পুলিশ সুপার সুবিধাভোগীদের ঘর হস্তান্তর করেন।
আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় গাজীপুরেও জেলা পুলিশ লাইন্স ৫টি থানাতে এই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। গাজীপুর জেলা পুলিশ লাইনস্ প্রান্তে অংশ নেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এসব অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নেন। এসময়, পরিবেশ বান্ধব প্রতিটি বাড়ি পেয়ে সুবিধাভোগীরা সরকার প্রধান ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গাজীপুরে গৃহহীন পরিবারের জন্য ৫টি গৃহ প্রদান করা হয়। এর মধ্যে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর পান জয়দেবপুর থানার আনোয়ারা, কালিয়াকৈরের নূরজাহান, শ্রীপুরের মোছা: হাজেরা খাতুন, কাপাসিয়ার মনুরঞ্জন চন্দ্র সরকার, কালিগঞ্জ থানা এলাকার আমিরুন বেগম।
বিডি প্রতিদিন/হিমেল