কুমিল্লায় ১৫০ জন কনস্টেবলকে ফুল দিয়ে বরণ করে নিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন। ১২০ টাকায় আবেদন করে চাকরি পান তারা। রবিবার (১০ এপ্রিল) বিকেলে পুলিশ লাইন্সের শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে তাদের বরণ করা হয়।
তানজিনা আক্তার। বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধলাহাঁস এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। বাবা ময়নাল হোসেন বাড়ি বাড়ি গিয়ে কসমেটিকসের ফেরি করেন। গত ২০ মার্চ কুমিল্লা পুলিশ লাইন্সে পুলিশ নিয়োগ বাছাই শুরু হয়। প্রতিবেশীরা টিপ্পনি কাটেন। টাকা ছাড়া চাকরি হবে?
অনলাইনে আবেদন করেন তানজিনা। দীর্ঘ যাছাই বাছাই ও পরীক্ষা দিয়ে গত ৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে নিয়োগ পান। এমন খবরে প্রতিবেশীরা বিশ্বাস করতে চায় না। তবে আনন্দের বন্যা বয়ে যায় ফেরিওয়ালা ময়নাল হোসেনের ঘরে। পুলিশ লাইন্সে এসে কেঁদে ফেলেন তানজিনা। তিনি বলেন, আজ আমার আনন্দের দিন। আমি বাংলাদেশ পুলিশের সদস্য হতে পেরেছি।
পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, সবচেয়ে সৌভাগ্যের ঘটনা দুই ধাপে তিনশজনের চাকরি আমার হাত দিয়ে হয়েছে। যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা ছিল শতভাগ। এই ৩০০ জন আগামী ৪০ বছর চাকরি করবে। তাদের সংসার চলবে। পাশাপাশি তারা দেশমাতৃকার সেবায় কাজ করবে। বিষয়টি ভাবতেই আমার আনন্দ হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম.তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ডিবি) রাজন কুমার দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ