বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত ৮ জন অস্থায়ী কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সিটি করপোরেশন। সোমবার সিটি মেয়রের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ ওই সব পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। আর্থিক অনুদান পেয়ে খুশী হতদরিদ্র ওই পরিবারগুলো। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ