অর্থ পাচার মামলায় আলোচিত ঢাকার বাড্ডা এলাকা থেকে অর্থ, অস্ত্র ও মাকদসহ গ্রেফতার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন’ মনিরকে জামিন দেননি হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন।
আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে গোল্ডেন মনিরের পক্ষে শুনানি করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক বলেন, গত বছর ১৫ ডিসেম্বর আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। এ রুল শুনানির সময় তদন্ত কর্মকর্তা হাজির হতে বলেন আদলত।
সোমবার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহম্মদ ছাদেক আদালতে উপস্থিত হয়ে বলেন, এ মামলায় সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় আছে । তাই দলিল সংগ্রহ করতে হচ্ছে। এ কারণে তদন্ত প্রতিবেদন দিতে আরও তিন মাসের মতো সময় প্রয়োজন। এরপর আদালত তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করার নির্দেশ দেন।
গত বছরের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মনিরের প্রায় ৩০টি প্লট, এক ডজনেরও বেশি ভবন ও দুটি গাড়ির শোরুম আছে। এর সবগুলোই তার অবৈধ উপার্জিত অর্থ দিয়ে কেনা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন