করোনার কারণে দু’বছর পর পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদযাপনে রাজধানীতে র্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে রমনা পার্কের লেকে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এছাড়া র্যালিতে অংশ নেন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন) কামরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সতেন্দ্র কুমার সরকার, অতিরিক্তি সচিব (সমন্বয়) আবুল কালাম খান প্রমুখ।
ঢাকায় বসবাসরত তিন পার্বত্য জেলার ত্রিপুরা, মারমা ও চাকমারা বৈসাবির সাজে এতে অংশ নেন। রমনা পার্কের লেকে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখগুলোকে বিসর্জন দেন তারা।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে টিএসসি পর্যন্ত বৈসাবি র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন