বাংলাদেশের মাটিতে ভোটের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, এই নিশীরাতের সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবো। এসময় তিনি আন্দোলনে কর্মীদের সাথে সামনের সারীতে থেকে নেতৃত্ব দিবেন বলে অঙ্গীকার করেন।
মঙ্গলবার ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে শাহী মসজিদে ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী দারুস সালাম থানা বিএনপির সাবেক সভাপতি এসএ সিদ্দিক সাজুর সার্বিক তত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিল পূর্ব দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী ইউসুফ, মাসুদ খান, রওশান, স্বেচ্ছাসেবক দলের সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, মোহাম্মদপুর থানা বিএনপির হাজী এম এস আহমাদ আলীসহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং ঢাকার মিরপুরের সাবেক সংসদ সদস্য এসএ খালেকের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত