বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইজিবাইকসহ ব্যাটারিচালিত সকল যানবাহন মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচল করতে পারবে বলে উচ্চ আদালতের আদেশে খুশি হয়ে এ বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলা কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট নেত্রী জোহরা রেখা, ছাত্রফ্রন্ট নেতা শোভন রহমান, বিজন সিকদার, শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার ও শহিদুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর আইনি লড়াইয়ের মাধ্যমে উচ্চ আদালতের রায় পেয়েছেন ব্যাটারিচালিত যানবাহন মালিক-শ্রমিকরা। এখন থেকে কথায় কথায় শ্রমিকদের বিরুদ্ধে অবৈধ যানবাহন বলে হয়রানিমূলক মামলা দেওয়া হলে সাধারণ শ্রমিকরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে। তারা দ্রুত নীতিমালা প্রণয়ন করে ইজিবাইকের লাইসেন্স দেওয়ার দাবি জানান।
সমাবেশ শেষে সদর রোড থেকে শুরু হওয়া একটি বিজয় মিছিল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার ও কাটপট্টি হয়ে ফের সদর রোডে গিয়ে শেষ হয়। ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের সমাবেশ ও বিজয় মিছিল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই