রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরসহ দেশের ৮টি জেলার শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনের মাধ্যমে রংপুরের সাংস্কৃতিক চর্চা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। রংপুর প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, জেলা পরিষদ চেয়ারম্যান সাফিয়া খান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদারসহ রংপুর জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, রংপুর নগরীর টাউন হল চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে রংপুর শিল্পকলা একাডেমি’র ভবনটি নির্মাণ করা হয়। এ প্রকল্পের মেয়াদ ছিল ২০১৪ সালের মে মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/এমআই