রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডের মোল্লাপাড়ার অপহরণের শিকার দলিত স্কুল শিক্ষার্থী হিমাঙ্গীনি রানী তিথীকে (১৩) অনতিবিলম্বে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রংপুর জেলা শাখা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ বলেন, রংপুর মহানগরের তাজহাট থানার ২৮নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় এলাকার দলিত নাবালিকা স্কুল শিক্ষার্থী হিমাঙ্গীনি রানী তিথী (১৩) অপহরণের শিকার হয়েছে। ঘটনার ৮৪ দিনেও মেয়েটিকে আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে না পারায় আমরা চরমভাবে ব্যথিত।
ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী, নাবালিকা হিমাঙ্গীনি রানী তিথীর বাবা সমর চন্দ্র মহন্ত (৪০) এর ভাষ্যমতে, তার মেয়ে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীতে পড়ে। তিথীকে পূর্ব আশরতপুর (ঢাকাইয়া পাড়া) নিবাসী জাহাঙ্গীর আলমের বিবাহিত ছেলে মো. নুরুজ্জামান ওরফে সুমন মিয়া (২৭) প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। তিথী বিষয়টি বাবাকে জানালে সুমনের পরিবারকে বিষয়টি অবগত করার পাশাপাশি তাদের সাবধান করে দেয়া হয়।
এরপর মেয়েকে উদ্ধারের জন্য ২১ জানুয়ারি তাজহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনে সুমন মিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ডিআইজি, পুলিশ কমিশনার, এসপি অফিস, র্যাব-১৩ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও তার মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে পুলিশ বাহিনীর সাথে ২ বার ঢাকায় ও ১ বার কুড়িগ্রামে তল্লাশি করতে তিথীর বাবাকে নিয়ে যাওয়া হয়। এতে এক লাখ টাকার বেশি খরচ করলেও কোনো সুরাহা মিলেনি। পরিবার ও বিডিইআরএম নেতৃবৃন্দ দ্রুত তিথীকে উদ্ধারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিআরএফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট মনিলাল ঘোষ, বিডিইআরএম রংপুর জেলা শাখার সভাপতি গৌতম রবিদাশ, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির ছাত্র যুব বিষয়ক সম্পাদক শাওন ভুইমালী প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর