সাভারে আশুলিয়ার ছিনতাইয়ের মামলায় জামিনে এসে তিন দিনের মাথায় আবারও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়েছে এক কিশোর। একই দিন কুরিয়ার সার্ভিসের এক হেলপারকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় ওই যুবক জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের শিকার হন কুরিয়ার সার্ভিস পরিবহনের হেলপার রাসেল। সেদিন রাতে আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় আহত রাসেলের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামে। বর্তমানে সে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় গ্রেফতার করা হয় ছিনতাইকারী মুন্না মিয়া ও সজিব মিয়াকে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী গুরুতর আহত হয়েছেন। ছিনতাইয়ের ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ছিনতাইয়ের ঘটনায় দিন ভর তথ্য সংগ্রহ করে ওই ঘটনায় জড়িত আরেক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। রাতে তাদের দু’জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রায় ২২ দিন আগে আটক সজিব মিয়াকে ছিনতাইয়ের মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিন দিন আগে জামিনে এসে আবারও সে ছিনতাই করে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গ্রেফতারের পর মুন্না মিয়াকে ঢাকার আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়।’
বিডি-প্রতিদিন/শফিক