টঙ্গী ও গাজীপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার অনুকূলে ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিএমপি পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডলসহ মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামারা।
বক্তব্য শেষে প্রধান অতিথি ৭৩ জনের মধ্যে ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া আগামী এক মাসের মধ্যে আরও এক কোটি টাকার চেক বিতরণ করা হবে বলে জানান।
বিডি প্রতিদিন/এমআই