২৯ জুন, ২০২২ ২০:১৩

বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ফ্যামিলি
কার্ড বিতরণ

বরিশালে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিতরণের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর বান্দ রোডের জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। 

মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, টিসিবির বিভাগীয় কর্মকর্তা আল-আমিন হাওলাদার ও বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।

টিসিবির আঞ্চলিক কর্মকর্তা আল-আমিন হাওলাদার জানান, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ৯০ হাজার সুবিধাভোগীর মাঝে পন্য সরবরাহ করবে ৫২ জন ডিলার। জেলার ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯শ ২১ জন উপকারভোগীদের মাঝে পন্য বিতরন করবেন ৫৩ ডিলার। এবার আগের মতো ভ্রাম্যমান ট্রাকে পন্য বিক্রয় হবে না। টিসিবির ডিলারগণ প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ঘর নিয়ে কার্ডধারী উপকারভোগীদের মাঝে পন্য সরবরাহ করবেন। 

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীতে প্রথম পর্যায়ে ৬৫ হাজার ফ্যামিলি কার্ড বিতরন করা হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে। উদ্ধোধনী দিনে বিসিসি মেয়র নগরীর ৩০ ওয়ার্ডের ১০ করে উপকার ভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর