৩ জুলাই, ২০২২ ২০:৪৪

গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন

গাজীপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত-২) মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা শহরের রাজদীঘির পশ্চিম পড়ে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ। 

বক্তব্য রাখেন দুদকের সমন্বিত জেলা গাজীপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরদার, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির গাজীপুর শাখার সভাপতি প্রফেসর এম এ বারী, সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ বি এম ইসমাইল হোসেন খান, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, সাংবাদিক মো: আমিনুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর