রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারুফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন।
বুধবার রাত সাড়ে ১০টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফের মামা মাসুম সংবাদমাধ্যমকে বলেন, আমার ভাগ্নে একটি গাড়ির গ্যারেজে কাজ করত। জন্মের সময় তার মা মারা যান, বাবাও নেই। আমি তাকে লালন পালন করে বড় করেছি। সে আমার কাছেই থাকত। সন্ধ্যার পরে কাজ শেষে সে সরকারি বি টাইপ কলোনির ওখানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে। পরে আমি খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা তার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানাকে বিষয়টি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ