রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
এদিকে ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে প্রায় ২০ থেকে ২৫টি টিনশেড ঘর রয়েছে। সবগুলো ঘরেই আগুন ছড়িয়ে পড়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক