গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন গ্রাম বাংলা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমি গ্রামের আব্দুল অহিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও একই থানার নায়ঘর নোয়াপাড়া গ্রামের মিজান মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (৩০)।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি গণপরিবহন যোগে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরের গ্রাম বাংলা এলাকায় অভিযান চালিয়ে তাদের ১০০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র্যাবকে জানায়, তারা ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইলের উদ্দেশে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। টাঙ্গাইল থেকে ওই গাঁজা তারা অন্য বাসে দিনাজপুরে বিক্রয়ের জন্য নিয়ে যাবে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই