ঢাকার কেরানীগঞ্জে গণপিটুনিতে বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (৩০) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা থানাঘাট সংলগ্ন এলাকায় মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল একজন চিহ্নিত ছিনতাইকারী। রাত হলেই তিনি বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করতেন। এর আগে ধরা পড়ে কয়েকবার জেলও খেটেছেন। জেল থেকে বের হয়ে একই কাজ করতেন। রবিবার রাত ৮টার দিকে আগানগর মাঞ্জাপট্টি বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করার জন্য এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করেন বিল্লাল। এসময় ওই লোক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিল্লালকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে বিল্লাল জিনজিরা থানাঘাট এলাকায় এসে পড়ে গেলে সবাই মিলে তাকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ