ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোর্য়াটার্সের এক আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানায়, বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলীকে গুলশান থানায় , রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানায় ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়। একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ