রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে ছোটবন গ্রাম এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু পার্ক, শালবাগানে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ারের সম্মিলিত অংশগ্রহণে বৃক্ষচারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৭২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও শেখ রাসেল শিশু পার্ক ছাড়াও উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীর ভেড়িপাড়া পিটিআই থেকে হাইটেক পার্ক পর্যন্ত পরিচালনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড কাউন্সিলররাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই