ঢাকার ধামরাইয়ে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসাদু উপায় অবলম্বনের (নকল) দায়ে ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ধামরাইয়ের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৯ জন ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসাদু উপায় অবলম্বনের (নকল) দায়ে দুটি পরীক্ষা কেন্দ্রের ২১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ধামরাইয়ের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রভাষক ফিরোজ খান, সহকারী শিক্ষক রূপালী আক্তার, গোপাল চন্দ্র সরকার বহিস্কার ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক আতাউর রহমান, হেলাল উদ্দিন, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান, দেওনাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সাঈদ ও ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোতাছিম বিল্লাহকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ইউএনও আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ