বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই সহোদর শিশু বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই উপজেলার চর বাউশিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত নূরজাহান (৬) ও নুরুন্নাহার (৪) ওই গ্রামের মো. আলী রাঢ়ির মেয়ে।
স্থানীয় বড়জালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. ঝন্টু জানান, দুই দুই শিশুর বাবা একজন খেয়া মাঝি। সোমবার দুপুরে বাড়ি ফেরার সময় তার দুই শিশুকে খালের পাড়ে খেলা করতে দেখেন তিনি। বাড়ি ফিরে সে ঘুমিয়ে পড়ে।
বিকেল সাড়ে ৩টার দিকে খেয়া নৌকা চালানোর উদ্দেশ্যে বের হয়ে খালে এক শিশুকে ভাসতে দেখেন তার বাবা আলী রাঢ়ি। তাকে খাল থেকে উঠাতে গিয়ে ডুবন্ত অবস্থায় আরেক শিশুর অস্তিত্ব পান তিনি। তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, মৃত দুই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ