রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউজের রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাহ ও শিহাব আহমেদ।
আজ শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
এর আগে শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকার পাঁচ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির ২/বি ফ্ল্যাটের রান্নাঘরে ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাহ ও শিহাবকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ