পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেন মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুলতানা আহমেদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
গত রবিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। পরে ওই দিন সকালে গুলশানের বাসা থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে র্যাব-৩।
এ মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন