সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা। এসময় লাল ফিতা মোড়ানো কোর্ট ফাইল নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এছাড়া অন্য দিনের মতো কর্মসূচিতে মুখাভিনয়, প্রতিবাদী গান, কবিতা, স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
বুধবার দুপুরে নন-ক্যাডার প্রার্থীরা এই ফাইল নিয়ে মিছিলের সঙ্গে পিএসসির চারপাশ প্রদক্ষিণ করেন। এসময় পূর্বের নিয়মে নিয়োগের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত নন-ক্যাডার প্রার্থীরা জানান, বিধির দোহাই দিয়ে পিএসসি লাল ফিতার যে দৌরাত্ম্য প্রদর্শন করছে তার প্রতিবাদে ‘লাল ফিতায় বাঁধা কোর্ট ফাইল’ প্রতিবাদ জানানো হচ্ছে। পিএসসির এমন অযৌক্তিক ও অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আরো নতুন নতুন কর্মসূচি পালন করা হবে। প্রায় দুই মাস থেকে আমরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, বর্তমানে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এতোদিন পার হলেও পিএসসি চেয়ারম্যান বা কর্তৃপক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া বা কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত