রাজধানীর মতিঝিলে রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মতিঝিল রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের বিপরীত পাশে রাস্তার মাঝের আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। তবুও তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এ এস টি