শিরোনাম
- যেসব ফোনে চলবে না গুগল ক্রোম
- শাবিপ্রবির ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে পরকীয়ায় জড়ালেন স্বামী!
- নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় : ফখরুল
- টানা তিন দিন বন্ধ পুঁজিবাজার
- অফলাইনে যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ
- সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
- পটুয়াখালী বিএনপির সভাপতি স্নেহাংশু, সম্পাদক টোটন
- অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: হংকংকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের
- জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির
- নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!
- মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে : মোস্তফা ফিরোজ
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
রাজশাহীতে অপহৃত দুই শিশু উদ্ধার, চার অপহরণকারী আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা পুলিশ এই উদ্ধার অভিযান চালায়।
গ্রেফতারকৃত চারজন হলেন শাহ মখদুম থানার খিরশিন টিকর এলাকার রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. শাকিল (২৩) ও মজিবুল ইসলাম (২৬) এবং খিরশিন ফকিরপাড়া গ্রামের মোখলেসুর রহমান (২৬)। তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ১২ ও ১৩ বছরের দুই শিশু রাজশাহী শহরে একটি ওরসের মেলায় খেলনা বিক্রি করতে এসেছিল। মেলা শেষে বৃহস্পতিবার দুপুরে তারা ভটভটিতে করে নিজেদের মালামাল নিয়ে বাড়ি ফিরছিল। তখন শাহ মখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে এক শিশুর মহাজন মনিরুল ইসলাম থানায় এসে অভিযোগ করেন। এরপরই অভিযান শুরু হয়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা উপজেলার ভালাম এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মামলার বাদী মনিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে। তার কাছ থেকে খেলনা মালামাল নিয়ে বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর গ্রামের ১৩ বছরের ওই শিশু। সে রাজশাহীর তানোর উপজেলার দিব্যস্তল গ্রামের ১২ বছর বয়সী বন্ধুকে নিয়ে মেলায় এসেছিল।
ওসি মেহেদী হাসান বলেন, কী কারণে অপহরণ করা হয়েছিল সেটি তদন্ত করা হচ্ছে। মামলার এজাহারে অজ্ঞাত আরও কয়েকজন আসামি আছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর