মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় নগরীর উপকণ্ঠ চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া স্কুল মাঠে স্থানীয় আকিমুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণকালে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় অসহায়-দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল