রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই বৃদ্ধার পরনে কালো সোয়েটার ও কালো প্রিন্টের ম্যাক্সি ছিল।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোছা. হেলেনা পারভিন বলেন, ‘আমরা খবর পেয়ে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে মরদেহটি পড়ে থাকতে দেখি। এরপর তা উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
‘এই বৃদ্ধা একজন ভবঘুরে ছিলেন। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে,’- বলেন এসআই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        