কাজের সন্ধানে ঢাকায় এসে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেছে বুলবুল নামে ১৬ বছর বয়সী এক কিশোর। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুলবুলের গ্রামের বাড়ি নীলফামারী জেলার পলাশপুর। তার বাবার নাম মো. রশিদুল ইসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, বিমানবন্দর থেকে ট্রেনে কাটা পড়া এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বুলবুলের মামাতো ভাই মোসলেম গণমাধ্যমে বলেন, অভাবে সংসারে সচ্ছলতা আনার জন্য দুজন ঢাকায় এসেছিলেন। কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যান তারা। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাঁটা পড়ে গুরুতর আহত হয় বুলবুল। এতে তার ডান পা কাটা পড়ে। গুরুতর অবস্থায় তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        