জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে ১০০০ অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ। রবিবার রাজধানীর মিরপুরে শেখ রাসেল শিশু উদ্যানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, বিএনপি-জামায়াত সব সময় এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করেছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল-আছে-থাকবে। করোনা মহামারিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে অসহায় মানুষের পাশে ছিল যুবলীগ। বিনামূল্যে ওষুধ বিতরণ, মাস্ক বিতরণ, ফ্রি-অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ অসহায় কৃষের ধান কেটে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে দিতে এসেছি। যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এটাই তার প্রমাণ।
আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী দিনে নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সহ-সম্পাদক সামিউল আমিন, কার্যনির্বাহী সদস্য নূর হোসেন সৈকত প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        