গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশু আলহাজের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে টঙ্গীর নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের জয়নগর বাজার এলাকার জহির মিয়ার ছেলে। শিশুটি টঙ্গীর বসুগাঁও এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বড় ভাই ফরহাদের সঙ্গে বাসা থেকে টঙ্গীর নিমতলী এলাকায় যায় শিশু আলহাজ। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        