রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণির একটি মুদি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা আতঙ্ক ছড়ালেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্বাধীনতা স্মরণির ১৭০ নম্বর ভবনের নিচতলায় বছরখানেক আগে ওই দোকান শুরু করেন শওকত নামে এক ব্যবসায়ী। শওকতের ভাই জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) বেচাকেনা শেষ করে রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করেন। বন্ধ করার আগে বিদ্যুতের লাইন ও সুইচ ভালোভাবে চেক করেন তিনি। বাসায় যাওয়ার পরপরই তিনি হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার ভাইয়ের দোকান আগুনে পুড়ছে।
বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাঈম ইবনে হাসান জানান, তারা সাড়ে ১২ টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌছান। দুইটি ইউনিটের চেষ্টায় মাত্র কয়েক মিনিটেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের উৎস কি তা তদন্তে সাপেক্ষে জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        