ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. মিজানুর রহমানকে প্রটেকশন বিভাগে, মো. আরিফুর রহমানকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মো. সাইদুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, মো. খোরশেদ আলমকে প্রটেকশন বিভাগে মোহা. আব্দুর রাজ্জাক সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. রকিবুল হাসানকে পিওএম উত্তর বিভাগে, মো. আবদুল বারী পিওএম দক্ষিণ বিভাগে, মো. আবুল কালাম আজাদকে পিওএম দক্ষিণ বিভাগে এবং মো. দিদারুল আলমকে পিওএম পূর্ব বিভাগে নতুন করে পদায়ন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        