সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে খুলনায় বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১ টা থেকে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।
এদিকে গণঅবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। যশোর, মাগুরা সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, বেলা ১১টা থেকে গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে প্রধান অতিথি রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রিয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। কর্মসূচিতে স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তৃতা করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        