সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। পরে পেশাজীবীরা বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
মিছিলপূর্ব সমাবেশে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এ সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত। ভিন্নমতের হাজার হাজার পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় বিবেচনায় এখন চাকরি প্রদান ও পদোন্নতি দেয়া হচ্ছে। তাই যোগ্য ও মেধাবী একদিকে চাকরি অন্যদিকে পদোন্নতি বঞ্চিত হচ্ছে। বহু পেশাজীবীকে গুম ও খুন করে হয়েছে। মামলা দিয়ে পেশাজীবীদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে। তাই আজ ক্ষতিগ্রস্ত ও বিক্ষুব্ধ পেশাজীবীদের ঢ্ল নেমেছে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পেশাজীবীরা ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকবে।
এই নিশি রাতের সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের দাবিতে জনগণ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, এডভোকেট এজে মোহাম্মদ আলী, ডা. এম এ কুদ্দুস, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রফেসর ডা. আজিজুল হক, প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট ফজলুর রহমান, প্রফেসর ড.মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ডা. আবদুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, প্রফেসর ড. কামরুল আহসান, ড. প্রফেসর আবদূর রশিদ, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট কামরুল ইসলাম সজল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. শহিদুজ্জামান, শিক্ষক নেতা জাকির হোসেন, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. হানিফ, ইঞ্জিনিয়ার আজিম উদ্দিন, কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক বাছির জামাল, রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, সাঈদ খান, এস এম রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, বিপ্লব উজ জামান, অধ্যক্ষ হারুনুর রশিদ গাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        