১৬ জানুয়ারি, ২০২৩ ২১:৫৬

যুবকের কাছে মিলল প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

যুবকের কাছে মিলল প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইন

গ্রেফতার যুবকসহ উদ্ধারকৃত হেরোইন

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইনসহ মাসুম সরকার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতার মাসুম সরকার কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, রবিবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে থেকে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর