বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে বিএনপি সিরিয়াস না। তাদের নেতা ও নেত্রী দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি। তারা কোন কারণে নির্বাচনের জন্য সিরিয়াস হবে?’
আজ শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এত শক্ত ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। গণতন্ত্রের চর্চাও তাদের নেই। নির্বাচন বানচালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করে সহানুভূতি অর্জন করতে চাচ্ছে তারা। এর মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ। নির্বাচন নস্যাৎ করতেই তারা মাঠে নেমেছে।’
তিনি বলেন, ‘দেশের উন্নতি ও অগ্রগতির আলোকে পর্যালোচনা করলে দেশ পরিচালনার নৈতিক ও আদর্শিক সক্ষমতা এবং যৌক্তিক ভিত্তি শুধু শেখ হাসিনা সরকারের আছে। এর প্রধান কারণ তার আজীবন সংগ্রাম। আর তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন, দেশের উন্নয়ন শুধু তার আমলেই হতে পারে। দেশের প্রতি দায়িত্ববোধ তার মতো আর কোনো সরকার দেখাতে পারেনি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ