বরিশালে বিভাগীয় কর্মী সমাবেশ এবং ইফতার মাহফিল করেছে যুবদল। শুক্রবার বিকেলে নগরীর জিলা স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
যুবদলের বরিশাল বিভাগীয় সহসভাপতি এইচএম তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রিয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন যুবদল কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে বরিশাল মহানগর, বিভাগের ৬ জেলা এবং এর অন্তর্গত উপজেলা ও ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মী সভায় স্থানীয় নেতারা সংগঠনকে শক্তিশালী করতে নানা প্রস্তাবনা দেন।
পরে ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        